আমাদের সম্পর্কে

১৯৮৭ সালে প্রফেসর মোহাম্মদ খালেকুজ্জামান স্নাতক স্তরের বাণিজ্যিক আইন বিষয়ের একটি সহায়ক গ্রন্থ প্রকাশ করেন। এটি লেখা হয়েছিল সেসময়ের ঢাকা সিটি কলেজের স্নাতক স্তরের শিক্ষার্থীদের অব্যাহত তাগিদ ও আধুনিক ঢাকা সিটি কলেজের রূপকার, শিক্ষা প্রশাসনের প্রবাদপুরুষ, ব্যবসায় শিক্ষার পুরোধা ব্যক্তিত্ব অধ্যক্ষ প্রফেসর মো. হাফিজ উদ্দিনের অনুপ্রেরণায়। পরবর্তী সময়ে মোহাম্মদ খালেকুজ্জামান স্নাতক পর্যায়ের “বাণিজ্যিক আইন” মূল বইসহ আরও কয়েকটি বই প্রকাশ করেন।
১৯৯৮ সালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃপক্ষ প্রথম বারের মত উচ্চ-মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য টেক্সট বই অনুমোদনের উদ্যোগ গ্রহণ করে বিষয়ভিত্তিক শিক্ষকদের নিকট থেকে পান্ডুলিপি আহ্বান করেন। এ আয়োজনে অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান “ব্যবসায় নীতি ও প্রয়োগ” ১ম পত্র বইটি জমা দেন। বিজ্ঞ মূল্যায়নকারীদের বিবেচনায় বইটি সিলেবাসের প্রথম বই হিসেবে নির্বাচিত হয়। এরই ধারাবাহিকতায় পরবর্তি বৎসর দ্বিতীয় পত্র “ব্যাংকিং ও বীমা” বইটিও অন্যতম বই হিসেবে স্বীকৃতি লাভ করে ও সিলেবাসে অন্তর্ভুক্ত হয়।
২০০০ সালে মিসেস ফরিদা বেগম ফাতিমা “দি যমুনা পাবলিশার্স” গঠন করেন। অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান ও অধ্যাপক কাজী মিনহাজুল আলম এ প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন। পর্যায়ক্রমে এ প্রকাশনার বইয়ের সংখ্যা বাড়তে থাকে। “মানসম্পন্ন বই আমাদের অঙ্গীকার” এ মহান ব্রত নিয়ে “দি যমুনা পাবলিশার্স”-এর পথ চলা। সারা দেশের বিশেষ করে ব্যবসায় শিক্ষা শাখার সম্মানীত অধ্যাপকবৃন্দের অব্যাহত সহযোগিতা ও অনুপ্রেরণা, শিক্ষার্থীদের অনুকূল সাড়া এবং পাইকারি ও খুচরা বিক্রেতাদের নিরলস সাহায্যে “দি যমুনা পাবলিশার্স” ব্যবসায় শিক্ষা ক্ষেত্রে এখন দেশের অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান।
অধ্যাপক মোঃ খালেকুজ্জামান প্রধান লেখক হলেও বর্তমানে আরও কয়েকজন প্রতিষ্ঠিত ও প্রতিশ্রুতিশীল লেখক এ প্রতিষ্ঠানের সাথে একক ও যুগ্ম লেখক হিসেবে যুক্ত হয়েছেন। তাঁরা হলেন অধ্যাপক খন্দকার মাসুদুজ্জামান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অধ্যাপক মোহা. মোশাররফ হোসেন চৌধুরী, ড. মো. শরিয়ত উল্লাহ, মো. আতাউর রহমান, মো. আব্দুল মান্নান মন্ডল, মো. হারুনার রশীদ, অনুপম হালদার প্রমুখ।

২০০০ সালে মাত্র ৬টি বই নিয়ে যাত্রা শুরু করে আজ এ প্রকাশনা থেকে একাদশ-দ্বাদশ, বিবিএস(পাশ), বিবিএ(সম্মান), বিএসএস(সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের ৩২টির অধিক বই নিয়মিত প্রকাশিত হচ্ছে। ব্যবসায় শিক্ষার পূর্ণাঙ্গ একটি প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশে এর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।